গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় করেছেন গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার দুপুরে গোমস্তাপুর থানা চত্তরে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন গোমস্তাপুর অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক নাশু, ট্রাক শ্রমিক নেতা আশরাফুল, বাদল, সাংবাদিক নাহিদ ইসলামসহ অন্যরা। মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার প্রতিশ্রুতি দেন পরিবহন শ্রমিক নেতারা।