নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় আরো ৩ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে রাজশাহী জেলায় মোট ৬১ জন করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনের মধ্যে ২ জন নওগাঁর শনাক্ত। চিকিৎসাধীন অবস্থায় তাদের রামেক হাসপাতালের আইসিইউ ও খ্রিস্ট্রিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বর্তমানে রাজশাহীতে মোট ৫৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ৬১ জন করোনা শনাক্ত রোগীর মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ১২ জন, বাঘা উপজেলায় ৬ জন, চারঘাট উপজেলায় ৪ জন, পুঠিয়া উপজেলায় ৯ জন, দুর্গাপুর ৩ জন, বাগমারা
৩ জন, মোহনপুর উপজেলায় ৭ জন, তানোর উপজেলায় ১২ জন, পবা উপজেলায় ৪ জন ও গোদাগাড়ী উপজেলায় ১ জন করোনা রোগী রয়েছে। হোম কোয়ারেন্টাইনের ৫৭ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ২১ জন ও বাঘা উপজেলায় ৩৫ জন রয়েছে। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১৯২৭ জন ও হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১৮৭০ জন। আজ বুধবার রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমকে