আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার মাগরিবের নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। খবর আল জাজিরা’র।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় ৭টা ২৫ মিনিটে ওয়াজির আকবার খান মসজিদে মাগরিবের নামাজের সময় বোমা বিস্ফোরিত হয়েছে। এতে মসজিদের ইমাম মোল্লাহ মোহাম্মদ আয়াজ নিয়াজি নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়।
কাবুলে একটি সড়কের পাশে রাখা বোমা বিস্ফোরণে সাত বেসামরিক নাগরিক নিহতের কয়েকদিন পর এই মসজিদে বোমা হামলা হলো। আগের হামলার জন্য কর্তৃপক্ষ তালেবানকে দায়ী করে আসছে।
মঙ্গলবারের হামলার দায় কোনো সংগঠন বা গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি। খবর২৪ঘন্টা /এবি