1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অফিস-গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্ত ভুল: ড. কামাল - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

অফিস-গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্ত ভুল: ড. কামাল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ৩১ মে থেকে সরকারি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্তকে সরকারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এতে করে করোনার সংক্রমণ আরও বাড়বে। এটা সঠিক সিদ্ধান্ত হয়নি।’

ড. কামাল বলেন, ‘শুরুতে তো করোনাভাইরাসকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। তখন বলা হয়েছে না না এটা কিছু না। তারপর লকডাউন দেয়া হলো। সেটাও ঠিকমতো হ্যান্ডেল করা হয়নি।’

তিনি বলেন, ‘এখন যদি সবকিছু খুলে দেওয়া হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হবে। আমাদের দেশে এখন যে হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এর মধ্যে সব খুলে দেওয়া তো ভুল হবে।’

গণফোরাম সভাপতি বলেন, সারাদেশে করোনা পরীক্ষাও সেভাবে হচ্ছে না। করোনা নির্ণয়ের পরীক্ষা যদি আরও করা যেত, তাহলে আক্রান্তের হার আরও বেড়ে যেত।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাব রুখতে চলমান সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে।

শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল চলাচল করতে পারবে। বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয় বিবেচনা করবে।

সরকারি হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার নাগাদ দেশে ৪০ হাজার ৩২১ করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৫৯ জন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST