নিজস্ব প্রতিবেদক : চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চেয়ারম্যানের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ বোতল ফেন্সিডিল ও ১ টি প্রাইভেটকারসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, লিটন(২০) ও শফিকুল ইসলাম (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৫ এর একটি দল নাচোল উপজেলা চেয়ারম্যানের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।