নিজস্ব প্রতিবেদক : নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসার মোড় এলাকায় ৫৫ কেজি তগাঁজা ও একটি ট্রাকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক
আজ ২২ মে সাড়ে ৩ টার দিকে নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পাবনা জেলার ঈশ্বরদী থানার গড়গড়ি গ্রামের স্কেন মোল্লার ছেলে ছানা আলী মোল্লা (২৯), আওতাপাড়া সারপাড়া গ্রামের আজমলের ছেলে সাগর বিশ্বাস তৌহিদ (২২), আব্দুল মান্নানের ছেলে সুলভ ইসলাম (২০) ও আব্দুর রশিদের ছেলে শাকিব (১৯)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামীর বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীগণ স্বীকার করে যে, মাদকদ্রব্য গাঁজাগুলি কুড়িগ্রাম হতে নিয়ে পাবনার দিকে যাচ্ছিল।
এমকে