নিজস্ব প্রতিবেদক রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের ত্রাণ তহবিলে মাটির ব্যাংকে জমানো টাকা দিয়েছে যারিন আবরেশামী নামের এক শ্রেণীর ছাত্রী। আজ বুধবার সে মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে এসে জেলা পরিষদের তাহলে জমা দেয়। রাতে জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুকে লেখেন, ছোট মানুষ বড় মন।
যারিন আবরেশামী, ৬ষ্ঠ শ্রেণি, পিএন গার্লস স্কুল তার মাটির ব্যাংকে জমানো টাকা জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে জমা দেয়।ধন্যবাদ যারিন।আজ আরও যাঁরা ত্রাণ তহবিলে অর্থ ও খাবার জমা দেন তাঁরা হলেন
এ ছাড়াও তিলোত্তমা মহিলা সংস্থা = ১৫,০০০/টাকা
৩. রাজশাহী ক্রিকেট লাভার ফ্রেন্ডস SSC-2000 ব্যাচ,১০৫ প্যাকেট খাবার
৩. রাজশাহী কলেজ HSC, ১৯৮৭ ব্যাচ ২০,০০০/-টাকা
৪. গভঃ ল্যাবরেটরি হাই স্কুল SSC,২০০১ ব্যাচ, ১,০০,০০০/- টাকা
ধন্যবাদ সকলকে।
এমকে