মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার আত্রাই নদীতে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করে পুলিশ। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, স্থানীয়রা একটি লাশ নদীতে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় চেহারা চেনা যাচ্ছে না। তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে ওই ব্যক্তির পরিচয় না পাওয়া গেলে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
খবর২৪ঘন্টা/নই