গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক দিনের ব্যবধানে আরো ৩ করোনা রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে ৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন পুলিশ সদস্য রয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, করোনা সনাক্ত হওয়া ২ পুলিশ সদস্য কে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অন্যদের
হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাসান ইমাম জানান, করোনা আক্রান্ত ওই স্বাস্থ্য কর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে ২ দিনে উপজেলায় মোট ৫ জন করোনা রোগী সনাক্ত হল।
এমকে