1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে এক দিনে ২১ পুলিশসহ ৩০ জনের করোনা শনাক্ত - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

নাটোরে এক দিনে ২১ পুলিশসহ ৩০ জনের করোনা শনাক্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ নাটোরে এক দিনে ২১ পুলিশ সদস্য ও এক সংবাদকর্মীসহ ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।
খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ নাটোরের সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, আক্রান্তদের একজন ছাড়া বাকিদের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। আক্রান্ত ২৯ জনকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, সোমবার রাতে ঢাকার একটি ল্যাব থেকে ১৮৭টি নমুনার ফল পাঠানো হয়। এর মধ্যে পজিটিভ আসে ৩০ জনের। এসব নমুনা ১১,১২ ও ১৩ এপ্রিল সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। যাচাই বাছাই করে রাত ১১টা নাগাদ স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয় যে, আক্রান্তদের মধ্যে ২১ জনই পুলিশ সদস্য। এঁদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক রয়েছেন। তিনি বড়াইগ্রামের একটি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে আছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বড়াইগ্রাম উপজেলায় প্রথমবারের মতো আক্রান্ত নয়জনের আটজনই পুলিশ। বাকি একজন ইউনিয়ন পরিষদের সদস্য। সিংড়া উপজেলায় আক্রান্ত ১২ জনের সবাই পুলিশ সদস্য। এঁদের মধ্যে দুজন নারী পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া ঢাকার আশুলিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্য নাটোর সদরে বাড়িতে ছুটিতে এসে আক্রান্ত হয়েছেন।

এত পুলিশ সদস্য একসঙ্গে আক্রান্ত হওয়ায় সিংড়া ও বড়াইগ্রাম থানা লকডাউন করা হবে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, আগে থেকে জেলার পুলিশকে দুভাগে বিভক্ত করে রাখা হয়েছে। নমুনা পাঠানোর সময় থেকে তাঁদের আলাদা করে রাখা হয়েছিল। এখন তাঁদের থানার আশপাশের আইসোলেশন কেন্দ্রে রেখে চিকিৎসা ও উন্নত খাবার সরবরাহ করা হবে।
খবর২৪ঘন্টা/এব

এদিকে নাটোর সদর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর বাগাতিপাড়া উপজেলায় প্রথমবারের আক্রান্ত তিনজনের মধ্যে একজন সংবাদকর্মী রয়েছেন। তিনি স্থানীয় একটি দৈনিকের বাগাতিপাড়া প্রতিনিধি। তাঁকে নাটোর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

সদর হাসপাতালের সহকারী পরিচালক আনসারুল হক বলেন, করোনা আক্রান্ত সংবাদকর্মী ডায়রিয়া ও সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো।

খবর২৪ঘন্টা/এব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST