নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার থেকে রাজশাহীর সকল মার্কেট শপিং মল দোকান-পাট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে জরুরি খাদ্য ও ওষুধের দোকান খোলা থাকবে। আজ সোমবার জেলা কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়ে। আজ সোমবার রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।
তিনি লেখেন, জনস্বার্থে আগামীকাল ১৯ মে থেকে খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া মার্কেট, শপিংমল দোকান বন্ধ ঘোষনা। কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সব দোকান ও মার্কেট বন্ধের ঘোষণা দেয়া হয়। এরপর রাজশাহী জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা দেয়া হয়। চলতি মাসের ১০ মে থেকে লকডাউন শিথিল করে মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দোকান খোলার পর মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলাচল শুরু করে। এর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হলো।
এমকে