নিজস্ব প্রতিবেদক : নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর উপজেলা পরিষদের সামনের পাকা রাস্তা বাসষ্ট্যান্ড সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজা, মাদক বিক্রির সাড়ে ৯৪ হাজার টাকা, একটি ট্রাক ও একটি পিকাপসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। ১৭ মে ৫ টার দিকে র্যাব-৫, রাজশাহীর, জয়পুরহাট পাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাদের
আটক করে। আটককৃতরা হলো, নওগাঁর পাইকপাড়া এলাকার বদিউলের ছেলে রিপন হোসেন (৩৩), মান্দার শ্রীরামপুরের আলাউদ্দীনের ছেলে আলম ইসলাম (২৬), পপত্নীতলার ঘোষনগরের সেকান্দার (৪৫), শরীফ মিয়া (৩৪), আতাউর রহমান (২৮), রংপুরের মাহাবুব ও শেরপুরের রাসেল মিয়া (২৭)। র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে