খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৭০টি নমুনা পরীক্ষায় আরও ৭৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসক ও দুজন পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮৯ জনে।
রোববার (১৭ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ জন চট্টগ্রাম নগরীর এবং উপজেলা গুলোতে ১৭ জন।
তাদের মধ্যে বোয়ালখালীতে ৪ জন, পটিয়াতে ৫ জন, সীতাকুণ্ডে ২ জন, রাঙ্গুনিয়ায় ৫ জন ও বাঁশবাড়িয়া এলাকায় ১ জন রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ৩০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের মধ্যে ২৮ জন চট্টগ্রাম নগরীর এবং ২৫ জন অন্যান্য উপজেলার।
এদিকে কক্সবাজার মেডিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
এ দিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে সবাই চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৭৮৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। আইসোলেশনে আছেন ১৫৯ জন রোগী।
করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৬ জনে দাঁড়ালো। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জনের বেশি নারী-পুরুষ।
খবর২৪ঘন্টা/নই