নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৪৫৫ বোতল ফেনসিডিলসহ মাহিদুর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী শিয়াল্মাড়া গ্রামের কুদ্দুস মোড়লের ছেলে।
র্যাব জানায়, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে আজ সকাল আনুমানিক ১০ টার দিকে চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বালিয়া দিঘী উত্তরপাড়া গ্রামস্থ জনৈক আবুল কালাম এর বাড়ীর দক্ষিন পাশে বালিয়াদিঘীর কিনারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাহিদুরকে ১৪৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমকে