বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার উপজেলার তাহেরপুর পৌরসভায় শনিবার বিকালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ এবং তাহেরপুর পৌরসভার উদ্দোগে পৌর সভার সব কয়টি ওয়ার্ডের আট শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর। এ-সময় উপস্থিত ছিলেন প্রদাপ কুমার সিংহ, সুনীল কুন্ডু অধ্যাপক সত্যজিত রায় তোতা, কাউন্সিলর তাপস কুমার দাস পিন্টু, বাবুল খা,সামসুল আলম সরদার, হাসানুজ্জামান, সমসের আলী,শিউলি বেগম,মফিজ আঃ হামিদ প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই