শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের কাফুড়া পূর্বপাড়া গ্রামে গত বস্পতিবার সন্ধ্যায় ডোবার পানিতে পড়ে সাফি (২) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাসুদ আলী গত এক মাস আগে স্ত্রী সাবিনা ইয়াসমিন ও দুই ছেলে সন্তানকে মারধর করে বাড়িতে থেকে বের করে দেয়। তারপর থেকে সাবিনা তার অবুঝ দুই শিশু সন্তানকে নিয়ে গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামের তার পিতা সোবাহানের বাড়িতে অবস্থান করে আসছে। গত বৃস্পতিবার সাবিনা ইয়াসমিনসহ পরিবারের লোকজন ইফতারের আয়োজন ব্যস্ত থাকে। এদিকে পরিবারের সবার অগোচরে রাফি ও সাফি দুই ভাই বাড়ির বাহিরে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে সাবিনার ছোট ছেলে সাফি বাড়ির পাশের্^ ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন সন্ধ্যা হলেও সাফির কোন সন্ধান না পেয়ে খোজ খবর শুরু করে। একপর্যায় বাড়ির পাশে ডোবার পানির ভিতরে শিশুটিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘন্টা/নই