নিজস্ব প্রতিবেদক : সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে বেচাকেনা করলে মার্কেট, দোকান, শপিং মল ও বাজার বন্ধ করে দেয়া হবে বলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ শুক্রবার ১৫ ই মে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক হামিদুল হক। বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকল হাট বাজার শপিং মল বাজার কমিটি, ইজারদার মালিক ব্যবস্থাপনা কমিটির ও হাট বাজার শপিং মলের আগত জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে হাট বাজার, শপিং মল, দোকান সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার জন্য খোলার নির্দেশ দেয়া হয়।
কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, অধিকাংশ জনসাধারণ স্বাস্থ্যবিধি ও সামাজিক গুরুত্ব না মেনে মার্কেটে কেনাকাটা করতে আসছেন এবং হাট-বাজার এবং শপিংমল দোকানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা। এ অবস্থার প্রেক্ষিতে জনসাধারণ এবং মার্কেট এবং দোকানপাটের কর্তৃপক্ষকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হল। তা নাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনে বাজার, শপিং মল, দোকান ও মার্কেট বন্ধ করে দেয়া হবে।
এমকে