নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় চিকিৎসাধীন আরো তিনজন করোনা রোগী সুস্থ হয়েছেন। রাজশাহী জেলায় মোট ছয়জন করোনা রোগী সুস্থ হলেন। এখন রাজশাহীর বিভিন্ন উপজেলায় ১২ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর মারা
গেছেন একজন। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক তার ফেসবুক পেজে লিখেছেন, আরো তিনজন করোনা রোগী সুস্থ হয়েছে। এখন বিভিন্ন উপজেলায় চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। উল্লেখ্য, কয়েকদিন আগে আরো তিন জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এ পর্যন্ত রাজশাহী জেলায় মোট ১৯ জন করোনা পজিটিভ হন।
এমকে