নাটোর প্রতিনিধি: নাটোর জেলায় গত দেড়মাসে ১১৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই সব নমুনা পরীক্ষায় পাঁচ দফায় ১৩ জনের রেজাল্ট পজেটিভ এবং ৭১৭ জনের রেজাল্ট নেগেটিভ পাওয়া যায়। পুরাতন আরো ৩৮৮জনের রেজাল্ট পেন্ডিং রয়েছে। এছাড়া ১৯ জনের নমুনা অকার্যকর হয়েছে। এছাড়া বৃহস্পতিবার নতুন করে আরো ৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, জেলায় ১১৩৮ জনের নমুনা সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেন , আক্রান্তদের মধ্যে সমুনা পরীক্ষার রেজাল্ট আসার আগেই একজন মারা যান। অপর ১২ জন সুস্থ্য রয়েছেন। তারা চিকিৎসকদের পরামর্শ সহ নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
খবর২৪ঘন্টা/নই