নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতনামা (৬০) নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে অবস্থিত লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব সঙ্গীয় ফোর্সসহ ওই ব্যক্তিকে রাস্তা থেকে তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে অজ্ঞাতনামা ব্যক্তি রামেক হাসপাতালে ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এখনো তার জ্ঞান ফেরেনি ও তার নাম ও পরিচয় জানা যায়নি।
লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব বলেন, গতকাল থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি লক্ষীপুর মোড়ে রাস্তার একপাশে পড়েছিলেন। কেউ তার খোঁজ রাখেনি। আজ আমি বিষয়টি জানতে পেরে সঙ্গীয় ফোর্সসহ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। তার পরিচয় পাওয়া যায়নি। তার জ্ঞান ফেরেনি। তাকে কেউ চিনতে পারলে লক্ষ্মীপুর পুলিশ বক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
এমকে