নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কাচুটিয়া গলাকাটা ব্রিজের পুলিশ বক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালে লাশটি সেখানেই পড়ে থাকতে দেখে পুলিশে কে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে এসে আমরা মরদেহটি উদ্ধার করি। তিনি আরো জানান এখন করোনাভাইরাসের কারণে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে । তাই আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের নিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই