প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদারের নামে পুলিশ কনস্টেবল কর্তৃক সাধারণ ডায়েরির (জিডি) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে বলেন, গণধ্বনি পত্রিকার সম্পাদক সম্পাদক ইয়াকুব শিকদার ব্যক্তিগত কাজে রাজাপাড়া থানায় গেলে ফেরার পথে তার সাথে কনস্টেবল শহিদুল ইসলাম অসৌজন্যমুলক আচরণ করেন। তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হলে উল্টো তার নামেই সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। যা দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এর তিব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করছি। একইসাথে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
খবর২৪ঘন্টা/নই