খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সুনামগঞ্জে একদিনে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, দিরাই ও দোয়ারাবাজার উপজেলার তিনজনের করোনায় আক্রান্ত বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে জেলায় মোট ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জানা যায়, সোমবার ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলার করোনা পরীক্ষা ল্যাবে সুনামগঞ্জের কয়েকজনের নমুনা পাঠানো হলে ওই তিনজনের করোনা শনাক্ত হয়। এছাড়া দ্বিতীয়বার ধর্মপাশায় আক্রান্ত ২ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদেরও করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএলসিএ পদে কাজ করেন একজন, দোয়ারাবাজার বোগলা ইউনিয়নের একজন ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স করোনা আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমাদের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ ল্যাবে সুনামগঞ্জের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আমাদের করোনা রোগীর সংখ্যা হলো ৬৪ জন। আমরা তাদের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করছি।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, যা সোমবার পর্যন্ত ৬৪ জনে দাঁড়িয়েছে।
খবর২৪ঘন্টা/নই