1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশের বিশ্বখ্যাত ব্র্যান্ড পণ্য উৎপাদন হচ্ছেঃ প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

বাংলাদেশের বিশ্বখ্যাত ব্র্যান্ড পণ্য উৎপাদন হচ্ছেঃ প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিনিয়োগ বান্ধব নীতির ফলেই চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াসহ ৩৮টি দেশের বিনিয়োগকারীরা ইপিজেডের কারখানায় বিনিয়োগ করেছে। ফলে বাংলাদেশের ইপিজেডের কারখানায় বিশ্বখ্যাত ব্র্যান্ড পণ্য উৎপাদন হচ্ছে। এত বিনিয়োগবান্ধব পরিবেশ বিশ্বের কোথাও নেই। আর কেউ হয়তো দিতেও পারবে না।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস সামিট-২০১৮’ এর উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে এক হাজার ১৫০ একর জমির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার স্বার্থে ‘ইপিজেড শ্রমিক কল্যাণ সংঘ ও শিল্প সম্পর্ক আইন-২০১০’ প্রণয়ন করা হয়েছে। ইপিজেডের শ্রমিকদের গোপন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার কথাও বলেন প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রতিনিধিরা ট্রেড ইউনিয়নের মতো শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন দুই দফায় বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট। ইপিজেডের বাইরের পোশাকখাতের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধির জন্য আমরা নিম্নতম মজুরি কমিশন গঠন করেছি।

তিনি বলেন, ইপিজেডের শ্রমিকেরা বিনামূল্যে ওষুধ ও স্বাস্থসেবা পাচ্ছেন। নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। ইপিজেডে বেপজা পাবলিক স্কুল ও কলেজগুলোতে শ্রমিকদের ছেলে-মেয়েরা কম খরচে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। অধিকাংশ ইপিজেডেই ডে-কেয়ার সেন্টার রয়েছে।

শেখ হাসিনা বলেন, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ একটি চমৎকার জায়গা। যেখানে বিনিয়োগের জন্য সব থেকে উপযুক্ত জায়গা। যেখান থেকে প্রাচ্য ও প্রাশ্চাত্য সব জায়গায় যোগাযোগ করা যাবে। পণ্য আমদানি ও রফতানি করা যাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা ইপিজেডে কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার (সিইটিপি) চালু হয়েছে। আদমজী ইপিজেডের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিশ্বের গ্রিন ফ্যাক্টরির তালিকায় শীর্ষে অবস্থান করছে। শিল্পের সঙ্গে পরিবেশ রক্ষা করা একান্তভাবে জরুরি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

২০০৯-১৭ সাল পর্যন্ত বেপজার বিনিয়োগ দ্বিগুণের বেশি এবং রফতানি প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ৮টি ইপিজেড মাত্র ২ হাজার ৩০৭ দশমিক ২৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। এ ৮টি ইপিজেডে মোট ৪৬৮টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। প্রায় ৫ লাখ বাংলাদেশি নাগরিকের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এদের মধ্যে শতকরা ৬৪ ভাগই নারী। বিগত ৯ বছরে ইপিজেটগুলোতে ২ লাখ ৮৩ হাজার ৬২০ জনের নতুন কর্মসংস্থান হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ ইপিজেড অ্যাডভাইজার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম নাসির উদ্দিন, উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লিমিটেডের চেয়ারম্যান চাং উয়ো চং এবং কর্ণফুলি ইপিজেডের একটি প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (প্রডাকশন) পান্না ইয়াসমিন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই বেপজার কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team