খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: জয়া বচ্চনের বাড়িতে পার্টি। আর সেখানে হাজির বলিউডের তাবড় সেলিব্রিটিরা। কে নেই সেই তালিকায়। কঙ্কনা সেনশর্মা থেকে শুরু করে বিদ্যা বালান কিংবা স্বরা ভাস্কর। বলিউডের একাধিক অভিনেত্রী হাজির হয়েছিলেন জয়া বচ্চনের পার্টিতে।
জানা যাচ্ছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের তালিকায় নাম রয়েছে, এমন অভিনেত্রীরাই হাজির হয়েছিলেন জয়া বচ্চনের পার্টিতে। জয়া বচ্চনের বাড়ির পার্টির সেই ছবি শেয়ার করেন মেহের ভিজ। বচ্চন বাড়ির সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কিন্তু, বি টাউনের তাবড় অভিনেত্রীরা জয়ার পার্টিতে হাজির হলেও, সেখানে দেখা যায়নি বচ্চন বহু ঐশ্বর্য রাই বচ্চনকে।
শাশুড়ি মায়ের পার্টিতে কেন হাজির হলেন না ঐশ্বর্য, এবার তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে আরাধ্যার জন্মদিনের পার্টিতে অমিতাভ বচ্চনের সঙ্গে ঐশ্বর্যরা হাজির হলেও সেখানে দেখা যায়নি জয়া বচ্চনকে।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন