নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালি থানার নলখোলা এলাকায় অভিযান চালিয়ে লেগুনাচালক আলমগীর (৩৪) কে ৩০০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে র্যাব-৫। ওই চালক রাজশাহীর পুঠিয়া উপজেলার জামিরা এলাকার জমশেদ আলীর ছেলে। আজ সোমবার সকাল আটটার দিকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আজ
সকাল সোয়া ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ড্রাইভার আলমগীরকে ৩০০ বোতল ফেন্সিডিল ও লেগুনাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে