নিজস্ব প্রতিবেদক : দোকান খোলার দাবিতে রাজশাহী মহানগরীতে মালিক-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। আজ রোববার রাজশাহীর নিউ মার্কেটের দোকান মালিক-কর্মচারীরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউমার্কেটের দোকান মালিক-কর্মচারীরা সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেটের সামনে রাস্তা অবরোধ বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা যানবাহন চলাচলেও বাধা দেন। পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিক্ষোভকালে দোকান মালিক ও কর্মচারীরা বলেন, দোকান তারা খুলতে না পারলে এই সময় আরো সমস্যার মধ্যে পরবেন। তাই তারা দোকান খুলে দেওয়ার দাবি জানান।
করোনা সংক্রমণ যেন ছড়াতে না পারে সেই দিক বিবেচনা করে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসন, ব্যবসায়ী ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গতকাল শনিবার যৌথসভায় রাজশাহীর সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এমকে