1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফ করা হয়েছে - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

রাজশাহীতে মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফ করা হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০
রাজশাহী

ওমর ফারুক : অবশেষে রাজশাহী মহানগরীতে শিক্ষার্থীদের ম্যাচ ভাড়া ৪০ শতাংশ মওকুফ করা হয়েছে। এপ্রিল মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। শিক্ষার্থীদের ৬০ শতাংশ ভাড়া মেস মালিকদের পরিশোধ করতে হবে। আজ রোববার রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ও মেস মালিকদের প্রতিনিধির আয়োজনে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, রাজশাহী মহানগরীতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরা ম্যাচ ভাড়া মওকুফ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছিল। সেই দাবির প্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, মেস মালিকদের প্রতিনিধি ও জেলা প্রশাসনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের এপ্রিল মাস থেকে ৪০ শতাংশ ম্যাচ ভাড়া মওকুফ করা হয়েছে। মালিককে ৬০ শতাংশ পরিশোধ করতে হবে।

করোনা পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন করোনা পরিস্থিতি থাকে ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। সভায় নেয়া এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সিদ্ধান্তের ফলে কোন শিক্ষার্থীকে আর মেসের পুর্ণ ভাড়া মালিককে পরিশোধ করতে হবে না।

রাজশাহী জেলা প্রশাসকের ফেসবুক স্ট্যাটাস

উল্লেখ্য, দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর এর প্রাদুর্ভাব কমাতে সরকারের পক্ষ থেকে চলতি বছরের ১৭ ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সারাদেশের পাশাপাশি রাজশাহীতেও সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর রাজশাহীতে পড়াশোনা করতে আসা বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীরা মেস ছেড়ে চলে যায় এর দু-একদিনের মধ্যেই। বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল, গণপরিবহন ও ট্রেন চলাচল। এ পরিস্থিতির মধ্যে মানুষের অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়।

এ অবস্থার মধ্যেও বাড়িতে থাকা শিক্ষার্থীদের ফোন করে করে মেসের ভাড়া বিকাশে দেয়ার কথআ জানায় মালিকরা। অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থান মধ্যপাড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা ‘রাজশাহীর শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবি’ নামক একটি গ্রুপ খুলে মেস ভাড়া মওকুফের দাবি জানিয়ে আসছিলেন। এই গ্রুপের সদস্যরা নিজেদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপের কথা তুলে ধরে স্টাটাস দেন। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে কিছু ম্যাচ মালিক ১০০ শতাংশ ও কিছু মেস মালিক ৫০ শতাংশ মেস ভাড়া ইতিমধ্যেই মাফ করে দেন। তবে কিছু মালিক শিক্ষার্থীদের থেকে ভাড়া আদায়ে অনড় ছিলেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবর ২৪ ঘন্টা, আলোকিত সময় ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এছাড়াও রাজশাহীর বেশ কয়েকটি অনলাইনেও সংবাদ প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মনে করেছিলেন দেশের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পরপর চারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে প্রথম হওয়া রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হাবিবুর রহমান। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেও রাজশাহী কলেজের হোস্টেলের ভাড়া অনির্দিষ্টকালের জন্য মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত কথা জানান। শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। তিনিও শিক্ষার্থীদের মেরামত করার দাবি জানান মালিকদের প্রতি। শিক্ষার্থীদের এ দাবি আরো জোরদার হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে যৌথ সভা আহবান করা হয়। আজ রোববার শিক্ষার্থীদের ৪০ শতাংশ ভাড়া মওকুফের এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহীর শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবি গ্রুপের এডমিন রাজু আহমেদ আপন (শিক্ষানবীশ আইনজীবী) বলেন, মেস মালিকদের

সাথে প্রশাসনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে। তবে আমাদের আশা ছিল পুরোপুরি না হলেও ৬০ শতাংশ হবে। তাহলে সাধারণ শিক্ষার্থীদের জন্য আরো ভালো হতো। তারপরও এই সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানাই। এখন থেকে আর আন্দোলনের আর প্রয়োজন হবে না। এটি আপাতত বন্ধ থাকবে। সেই সাথে শুরু থেকে আমাদের পাশে ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি কুমার ঘোষ দাদা। আমাদের পাশে থাকার জন্য দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST