নাটোর প্রতিনিধি: করোনার কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে নাটোর জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হলো লঘু দন্ডে দন্ডিত ১৭ বন্দিকে। মুক্তিপ্রাপ্ত সবাই মাদক মামলার কমপক্ষে ১ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিল। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ,পুলিশ সুপার লিটন কুমার সাহার উপস্থিতিতে বন্দিদের মুক্ত করে দেয়া হয়।এসময় কারাগারের পক্ষ থেকে জেল সুপার আব্দুল বারেক মুক্তিপ্রাপ্ত প্রত্যেকের হাতে ফুল ও ইফতার সামগ্রী তুলে দেন। দুশো ধারণ ক্ষমতা সম্পন্ন নাটোর জেলা কারাগারে বর্তমানে ৮৭২ জন বন্দী রয়েছে বলে জানান জেল সুপার।
খবর২৪ঘন্টা/নই