নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আরও একজন ব্যক্তি করোনায় আক্রান্ত । লালপুর উপজেলায় করোনা আক্রান্তের বাড়ি । এ নিয়ে লালপুর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ জন। জেলায় মোট আক্রান্ত হলেন হল ১২ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন মিজানুর রহমান জানান ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি বিষয়টি নিশ্চিত করে বলেন , আজ শনিবার দুপুরের দিকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্চ সেন্টার এ বিষয়ে নিশ্চিত করেছেন। লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীর আক্রান্তেরপরে আবারও ১ জন করোনা আক্রান্ত হয়েছে । উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে করোনায় আক্রান্ত ব্যক্তি তার নিজ বাড়ীতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে । তিনি ঢাকা থেকে লালপুর নিজ বাড়ীতে কয়েকদিন আগে এসেছে ।
খবর২৪ঘন্টা/নই