1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যশোরে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

যশোরে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে মারুফ মোল্লা (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভার পাড়ার মোসলেম মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। এ সময় দুই র‍্যাব সদস্য আহত হন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তমিজুল ইসলাম জানান, চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় মারুফ মোল্লসহ আরও চার-পাঁচজন মাদককারবারি ফেনসিডিল ভাগাভাগি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম বিষয়টি জানতে ঘটনাস্থলে যায়।

মাদককারবারিরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়ে। র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে মারুফ মোল্লার গায়ে একটি গুলি লাগে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। অন্য মাদককারবারিরা পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মারুফ মোল্লার মরদেহ অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হয়েছে। আহত র‍্যাবের দুইজন সদস্যকে খুলনায় নেভি হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team