1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় ১১৯০ পুলিশ আক্রান্ত - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

করোনায় ১১৯০ পুলিশ আক্রান্ত

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৭ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯০ জনে। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন পুলিশ সদস্য।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৬ মে পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১৯০ জন পুলিশ। এর মধ্যে ডিএমপিতেই (ডিএমপি) ৫৭৬ জন। করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২৬০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ পর্যন্ত ৮৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন ৬ পুলিশ সদস্য।
সর্বশেষ বুধবার জীবন দিয়েছেন ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দক্ষিণ বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় (৪৮)।

এ অবস্থায় ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) নিয়ে মাঠে নামছে পুলিশ। প্রতিটি থানার গেটে জীবাণুনাশ টানেল স্থাপন করছে ডিএমপি। সদস্যদের নিরাপত্তায় পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক, বিশেষ চশমা, ফেস শিল্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের এসব সামগ্রী পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, পুলিশের লোগো সংবলিত পিপিই মঙ্গলবার থেকে আমরা পেয়েছি। সব পর্যায়ের সদস্যদের নিরাপত্তায় তা দেয়া হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পুষ্টিকর খাবার ও ফলমূল পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার ডিএমপি কমিশনার করোনা আক্রান্তদের বাসায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের কাছে এই উপহার পাঠিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কলা, মাল্টা, লেবু, পেয়ারা, তরমুজ ও আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলমূল।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST