খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬০ পুলিশ সদস্য নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার (৪ মে) পর্যন্ত ৯১৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। রবিবার (৩ মে) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮৫৪ জন। পুলিশ সদর দফতরের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, সোমবার পর্যন্ত আক্রান্ত ৯১৪ জনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন একজন।
খবর২৪ঘন্টা/নই