নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতিতে চাপ কমাতে সরকারি সিদ্ধান্তে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ২১ জন কয়েদি মুক্তি পেয়েছে। তবে ৩৩ জন কয়েদি মুক্তি পাওয়ার কথা থাকলেও ১২ জন এখনো পায়নি। গতকাল তারা মুক্তি পেয়েছিল। আর ১২ জনের অর্থদণ্ড পরিশোধ না থাকায় তারা বের হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। তবে এসব বন্দিদের স্বজনরা টাকা পরিশোধ করে আসা মাত্রই ছেড়ে দেয়া হবে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। যার প্রেক্ষিতে আমাদের কাছ থেকে কারা অধিদপ্তর এ রকম বন্দিদের তালিকা কিছুদিন আগে নিয়েছিল। যার প্রেক্ষিতে শনিবার প্রথম পর্যায়ে রাজশাহীর ৩৩ জন কয়েদিকে ছেড়ে দেয়ার জন্য দাপ্তরিক আদেশ পেয়েই প্রয়োজনীয়
ব্যবস্থাগ্রহণ করি। যাদের কারাদণ্ডের মেয়াদ এক বছর কিন্তু ছয়মাস বা তারও বেশি সাজা খেটেছেন এ রকম কয়েদিদেরই সাজা মওকুফ করা হয়েছে। যে মামলায় সাজা হয়েছিল সে মামলায় এসব বন্দিদের আর কারাভোগ করা লাগবে না। কারণ সেই মামলার সাজা একেবারেই মওকুফ করেছেন সরকার। তবে এসব বন্দিদের জরিমানা আরোপিত থাকলে সেটা পরিশোধ না করা পর্যন্ত মুক্তি পাবেনা। সাজা মওকুফকৃতদের মধ্যে আটকে পড়া ১২ পরিবারের সদস্যদের ফোন করে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। আদালতের ধার্যকৃত টাকা পরিশোধ করে আসলেই তাদের মুক্তি দেয়া হবে।
আরো দুুুই দাফে কয়েদিদের মুুুক্তি দেয়া হবে।
এমকে