1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০১:৩ পূর্বাহ্ন

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম সুলতানুল আরেফিন। বয়স ৪৪।

শনিবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সেখানে তার চিকিৎসা চলছিল। তিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। কাজ করতেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম)পশ্চিম বিভাগে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সুলতানুল আরেফিনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

আরেফিনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ আরেফিনের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশের পাঁচ সদস্য মারা গেলেন।

পুলিশ সদরদপ্তরের সূত্র বলছে, শুক্রবার পর্যন্ত সারা দেশে ৬৭৭ জন পুলিশ সদস্যের দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ডিএমপিতে আছেন ৩২৮ জন। কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ২২৫ জন পুলিশ সদস্য। আইসোলেশনে ১৭৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST