নাটোর প্রতিনিধি: নাটোর আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসক করোনা পজেটিভ হওয়ায় তিনি সহ তার সংস্পর্শে থাকা আরো ২জন চিকিৎসক ও একজন অফিস সহায়ককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ। এছাড়া এই ৩ জন চিকিৎসকের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান ও আধুনিক সদর হাসপাতালের পরিচালক আসনারুল ইসলাম বিষয়টি নিশ্চত করেন।
আধুনিক সদর হাসপাতালের পরিচালক আসনারুল ইসলাম জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে , নাটোর হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাসপাতালের ২জন চিকিৎসক , ১জন নার্স ও তাদের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ভাইরালোজি বিভাগে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, শুধু আক্রান্ত চিকিৎসকের রুম বন্ধ রাখা হয়েছে। এছাড়া আউটডোর ,ইনডোরসহ সকল চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।