খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গত পাঁচ দিনে সারাদেশে ১৭৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। গত ২৩শে এপ্রিল আক্রান্তের সংখ্যা ছিলো ২১৮। তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৯২ জনে।
সূত্রমতে, হাট-বাজার বসার সময় নিয়ন্ত্রণ, ত্রাণ বিতরণে শৃঙ্খলা বজায় রাখা, মানুষের চলাফেরার ক্ষেত্রে সরকারি নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে কাছাকাছি যেতে হয় পুলিশ সদস্যদের। এতে কখন কিভাবে কে আক্রান্ত হচ্ছে বুঝা দুষ্কর হয়ে যায়। সবেচেয়ে বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ঢাকায়। তারপরেই রয়েছে গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা আক্রান্ত হয়েছেন। ঢাকাতে দেড় শতাধিক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ডিএমপিতে করোনায় আক্রান্ত রয়েছেন প্রায় ৪০ জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।