নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর যুুবদলের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিভিন্ন জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দালনে শহীদ, গুম ও নির্যাতিত বিএনপি পরিবারকে দেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত উপহার বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ প্রদান করেন। নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন ও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ।
এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমারসহ যুবদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে ৫টিসহ পুরো জেলাতে ৭টি পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয় বলে জানান সাধারণ সম্পাদক রিটন।
এমকেভ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।