নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হন। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ প্রান্তে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরিক্ষত আসনের এমপি
আদিবা আঞ্জুম মিতা, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) মোহাম্মদ আবুল কাসেম, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবির খোন্দকার, জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার, বিপিএম (বার), পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, সিভিল সার্জন ডা. এনামুল হক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমুখ।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।