খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোনো ফুটবলারের প্রশংসা করবেন দিয়েগো ম্যারাডোনা, এটা যেন অবিশ্বাস্য একটি ব্যাপার। সে কাজটাই তিনি এবার করলেন ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার রোনালদিনহোর। শুধু প্রশংসাই করা নয়, রোনালদোর পাশে এসেও দাঁড়ালেন ফুটবল সম্রাট।
প্যারাগুয়েতে অবৈধ পাসপোর্ট নিয়ে প্রবেশের অভিযোগে গ্রেফতার হওয়ার পর বেশ কিছুদিন জেল খাটতে হয়েছিল রোনালদিনহোকে। এখন জেল থেকে ছাড়া পেলেনও তিনি রয়েছেন ঘরবন্দী। প্যারাগুয়ে থেকে ছাড়া পেয়ে নিজ দেশে ফিরতে পারেননি তিনি।
ম্যারাডোনার মতে, রোনালদিনহো পুরোপুরি নির্দোষ। বরং, প্যারাগুয়েতে সে গিয়েছিল কাজ করতে। অথচ, প্যারাগুয়ে কর্তৃপক্ষ তাকে অবৈধভাবে কারাবন্দী করে রেখেছে।
প্যারাগুয়ে সরকার দাবি করছে, ভূয়া পাসপোর্ট এবং ভূয়া কাগজপত্র জমা দিয়ে তাদের দেশে প্রবেশ করেছেন রোনালদিনহো এবং তার ভাই। কিন্তু সাবেক বার্সা এবং এসি মিলান তারকা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
এ বিষয়ে কথা বলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার এল দিয়াকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘রোনালদিনহোর সঙ্গে যা ঘটেছে, তা আমাকে খুব ব্যথিত করেছে। সে তো অপরাধী নয়। সে তো সেখানে গেছে শুধু কাজ করার জন্য।’
তাহলে কি অপরাধ রোনালদিনহোর? ম্যারাডোনা মনে করেন, ‘রোনালদিনহোর একটাই ভুল, সে হচ্ছে একটি আদর্শ। এটাই আসলে সবচেয়ে বড় কারণ। সে আমার বন্ধু এবং মৃত্যু পর্যন্ত আমি তাকে সমর্থন করে যাবো।’
করোনা মহামারির কারণে ম্যারাডোনাও ঘরবন্দী। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নিজের বাড়িতে অবস্থান করছেন তিনি। সেখানে বসেই তিনি ভবিষ্যৎ নিয়ে খুব উদ্বিগ্ন বলে জানালেন। তিনি বলেন, ‘করোনা পরবর্তী সময়ে অর্থনীতি কখনোই একই থাকবে না। নেতাদের এ বিষয়টা নিয়েই খুব বেশি কঠিন কাজ করতে হবে। সৌভাগ্যক্রমে আমরা এএফএ (আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন)-তে একজন ভালো নেতা পেয়েছি। আশাকরি তিনি এ বিষয়ে পরবর্তীতে ভালো কাজ করবেন।’
খবর২৪ঘন্টা/নই