1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মেসি একজন দক্ষ খেলোয়াড়, পেলে - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

মেসি একজন দক্ষ খেলোয়াড়, পেলে

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
ছবি: ফুটবলের ২ তারকা পেলে ও মেসি

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: অনেকের মতেই সর্বকালের সেরা ফুটবলার পেলে। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী এই ফুটবলার তার সময়ের অন্যতম গোলমেশিন ছিলেন। তবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে কে সেরা, এমন প্রশ্নের উত্তরে মেসিকেই সেরা বলে মত দিয়েছেন তিনি। 

পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ২৮১ গোল করেছেন পেলে। এখনো কোনো ফুটবলার গোলের দিক দিয়ে তার ধারে কাছে যেতে পারেনি। তবে বর্তমান যুগে মেসি ও রোনালদোর গোল করার অনন্য নৈপুণ্য তাদেরকে সর্বকালের সেরাদের কাতারে ফেলেছে। একই সময়ে দুই সেরা ফুটবলারের মধ্যে কে সেরা, এ নিয়ে কথার লড়াই এখন স্বাভাবিক ব্যাপার। 

একইরকম প্রশ্ন করা হয়েছিল পেলেকেও। গেজেট্টা ডেল্লো স্পোর্টের এমন এক প্রশ্নের জবাবে দুজনের মাঝে মেসিকেই বেছে নিয়েছেন পেলে। ইতালিয়ান এই গণমাধ্যমকে তিনি বলেন, ‘মেসি একজন দক্ষ খেলোয়াড়। আপনি খেয়াল করে দেখুন, গোল করানো, পাস দেয়ার পাশাপাশি গোল করা, ড্রিবলিং সবকিছুতেই সে দুর্দান্ত’।

পেলে আরো যোগ করেন, ‘যদি আমরা এক দলের হয়ে খেলতাম প্রতিপক্ষ আমাদের দুজনকে নিয়েই দুশ্চিন্তায় পড়তো। তবে আজকের বিশ্বে মেসিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়’।

পেশাদার ক্যারিয়ারে প্রায় এক হাজার ম্যাচ খেকে ৭২৫ গোল করেছেন রোনালদো। অন্যদিকে ৮৫৬ ম্যাচ খেলা মেসি এখন পর্যন্ত ৬৯৭ বার লক্ষ্যভেদ করেছেন।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team