নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ৬৯০ বোতল দেশি মদসহ রাজন দাস (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকার মৃত রবিদাসের ছেলে। র্যাব জানায়, গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর কর্ণহার থানাধীন ভোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজন দাস ৬৯০ বোতল দেশীমদসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।