1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনার আরও ভয়ঙ্কর পরিস্থিতি এখনও দেখা বাকি আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

করোনার আরও ভয়ঙ্কর পরিস্থিতি এখনও দেখা বাকি আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে পাঞ্জা লড়ছে গোটা বিশ্ব। কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এর প্রধান টেডরোস আধানোম ঘেবরেসাস।

স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কিছু দেশে ইতোমধ্যেই লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। যা নিকট ভবিষ্যতে সারা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আটকাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস। আলজাজিরা

এসময় টেডরোস ১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেছেন করোনাভাইরাস এর চেয়েও সাংঘাতিক। তিনি বলেন, করোনা ভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।

তিনি আরও বলেন, এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। বিশ্বাস করুন। কিন্তু এখনও পরিস্থিতি আরও খারাপ হবে।

ইতোমধ্যেই করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু হু প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা তিনি স্পষ্ট করে বলেননি।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team