সংবাদ বিজ্ঞপ্তি : বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের ১০ টাকা কেজির সরকারি ৬৭ বস্তা চাল চুরি করে বস্তা পরিবর্তনের সময় হাতেনাতে আটক গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি আলাউদ্দিন স্বপনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গোদাগাড়ী উপজেলা শাখা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ স্বাক্ষরিত আজ
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আ’লীগের আদর্শ শৃঙ্খলা তথা দলীয় গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের পরিপন্থী কাজ, রাষ্ট্রীয় অনুদান আত্মসাৎ এর মত কর্মকাণ্ডে জড়িত থাকার
দায়ে গঠনতন্ত্রের ৪৭ উপধারা মোতাবেক পাকড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি আলাউদ্দিন স্বপনকে সভাপতিসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সেই সাথে তার অপকর্ম দলের সুনাম চরমভাবে ক্ষুন্ন হওয়ার জন্য রাজশাহী জেলা আ’লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশের জন্য পাঠানো হলো।
উল্লেখ্য, চলতি মাসের ১৮ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে নিজ গ্রামে ওএমএসের ১০ টাকা কেজি দরের ৬৭ বস্তা চালের বস্তা পরিবর্তনের সময় উপজেলা প্রশাসন ও পুলিশের হাতে আটক হয় আ’লীগ নেতা স্বপন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এরপর পরই এ সিদ্ধান্ত নেয়া হলো।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।