গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এখনও কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান না পাওয়া গেলেও চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রস্তুতি হিসেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে ৮ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনে ৫ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: সারওয়ার জাহান জানান, উপজেলায় করোনা রোগী সন্দেহে এ যাবত ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরীক্ষাগারে পাঠানো হয়। তবে পরীক্ষায় কারোও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে তৈরি করা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৬ জনকে রাখা হয়েছে। মেডিকেল টিম প্রতিদিনই তাদের স্বাস্থ্যের খোজ খবর নিচ্ছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।