খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ার বাইরে থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
জানা গেছে, তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে একটি নাশকতা মামলার পরোয়ানা ছিল।
মঙ্গলবার দুপুরে আদালতপাড়ায় আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে তিনি প্রচারণা চালান ।
ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, নাশকতা মামলার ওয়ারেন্ট থাকা তৈমূরকে গ্রেফতার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ