গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাছ কাটা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তি রাকিবুল(২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছে। শুক্রবার সকালে তার লাশ উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে আসলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য গত ১৫ এপ্রিল দুপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত হয়।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।