খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষ ঘরে এখন বন্দিদশায় আছে। তাই মানসিক চাপও বাড়ছে। এই মুহুর্তে টেলিভিশনে বেশি বেশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার হলে মানসিক চাপটা কমবে।
আজ শুক্রবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফ্রিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, করোনা প্রতিরোধে আরও হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। এসব হাসপাতালে নানা ধরনের জটিল রোগী রয়েছে। তাদের অন্য জায়গায় স্থানান্তরের ব্যবস্থা
হচ্ছে। একইসঙ্গে, সব বিভাগীয় শহরে হাসপাতালে ২০০ শয্যার আইসিইউসহ কোভিড-১৯ হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেখানে রোগীরা চিকিৎসা নিয়েছেন। পাশাপশি জেলা শহরে ৫০-১০০ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে এসেছে।
মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার সংক্রমণ রোধ করা। এ যুদ্ধের মূলমন্ত্র ঘরে থাকা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ এখন ৪০টি
জেলায় করোনা রোগী পাওয়া যাচ্ছে। বেশিরভাগ রোগীই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গেছে। লকাউন যদি আরও ভালো হয়, তাহলে করোনাভাইরাস আর ছড়াতে
পারবে না।
এদিকে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক রোগীর মৃত্যু হয়েছে বরে জানান মন্ত্রী। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৫ জন,
শনাক্ত হয়েছেন ২৬৬ জন।
মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০টি। এর মধ্যে ২৬৬ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।