খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাস নিয়ে কাজ করে আলোচনায় থাকা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) হানা দিয়েছে করোনা। প্রতিষ্ঠানটির চার টেকনোলজিস্টসহ ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। খোদ প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও রয়েছেন কোয়ারেন্টাইনে। যদিও তার করোনা নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
আক্কাস আলী শেখ বলেন, ‘আইইডিসিআরের কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। তারা চিকিৎসা নিচ্ছেন।’
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আইইডিসিআরের চারজন রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা যায়।
এছাড়াও আইইডিসিআর সূত্রে জানা গেছে, করোনা আক্রান্তদের বিষয়টি জানার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু তিনি স্বেচ্ছায় ১৪ দিনের জন্য কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
জানা যায়, করোনা আক্রান্তদের মধ্যে চার টেকনোলজিস্ট ছাড়া অন্যরা হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।