1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
১৫ বস্তা চালসহ ইউপি সদস্য আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

১৫ বস্তা চালসহ ইউপি সদস্য আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
আটক ইউপি সদস্য আল-আমিন

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলায় বাগবাটি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ১৫ বস্তা চালসহ আল-আমিন চৌধুরী (পলাশ) (৪৮) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রাম থেকে তাকে ওই চালসহ আটক করা হয়। আটক আল-আমিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও পূর্বগাড়াদহ গ্রামের মৃত আব্দুল খালেক চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদশী ও স্থানীয়রা জানান, বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য আল-আমিন মিলে সকালে কালোবাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে পুলিশে খরব দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই চালসহ ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ২নং বাগবাটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এই চাল ইউনিয়ন পরিষদ থেকে নেয়া হয়েছে। তবে চাল চুরির ঘটনার সাথে আমি জড়িত নই।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, সরকারি ১০ টাকা কেজি দরের চাউল বিক্রি করছে মর্মে এলাকাবাসী অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চালসহ বাগবাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। মামলা দায়েরের পরে তাকে কোর্টে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার সরকার জানান, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালসহ ইউপি সদস্য আল-আমিনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team